ভুমিকাঃ বাংলাদেশের লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন ধরলা নদীর উত্তর পশ্চিম তীরে কুলাঘাট ইউনিয়ন পরিষদটি অবস্থিত। সদর উপজেলা হইতে প্রায় ০৬ কিঃমিঃ পূর্ব দিকে এই কুলাঘাট ইউনিয়নটি অবস্থিত। অত্র ইউনিয়নের দক্ষিণে -বড়বাড়ী ইউনিয়ন, উত্তরে মোগলহাট ইউনিয়ন, পূর্বে ফুলবাড়ী, এবং পশ্চিমে লালমনিরহাট পৌরসভা। অত্র ইউনিয়নের আয়তন-১৩বর্গ কিঃ মিঃ (প্রায়)। জনসংখ্যা ৪০০০০ জন প্রায়।
শিক্ষার হারঃ প্রায় ৮৫%
ইউনিয়নবাসীর পেশাঃ কৃষি,কুমার,কামার,চাকুরী জীবি,ব্যবসা ও দিনমুজুর।
যোগাযোগ ব্যবস্থাঃ বাস,ট্রাক,মটর সাইকেল,ট্রলি,অটো রিক্সা,রিকসা,ভ্যান ও গরুর গাড়ি।